২.শিক্ষা ,সমাজ, বিজ্ঞান, ইতিহাস, ও রাজনীতি-বিষয়ক।
৩.ধর্ম ও দর্শন-বিষয়ক।
৪.ব্যক্তিগত প্রবন্ধ।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম প্রবন্ধ ১৮৭৭ খ্রিস্টাব্দে (১২৮৩ সাল) 'জ্ঞানাঙ্কুর' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি মূলত কাব্য-সমালোচনামূলক প্রবন্ধ।
প্রবন্ধ-সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান
সৃজনশীল রচনার পাশাপাশি রবীন্দ্রনাথ সারাজীবন অজস্র প্রবন্ধ রচনা করেছেন। রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ-সাহিত্যকে কয়েকটি ভাগে ভাগ করে সংক্ষেপে তাঁর প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দেওয়া যেতে পারে।ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ
দেশি-বিদেশি কবি-সাহিত্যিক, সাহিত্যগ্রন্থ, সাহিত্যতত্ত্ব, ভাষা, ব্যাকরণ, ছন্দ প্রভৃতি বিষয়ে রবীন্দ্রনাথ প্রচুর লিখেছেন। প্রাচীন সাহিত্য, সাহিত্য’, ‘আধুনিক সাহিত্য’, ‘লােকসাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, বাংলা ভাষা পরিচয়’, ‘বাংলা শব্দতত্ত্ব’, ‘ছন্দ’ প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ভাষা ও সাহিত্য-বিষয়ক ভাবনার পরিচয় ছড়িয়ে আছে।দেশি-বিদেশি কবি-সাহিত্যিক, সাহিত্যগ্রন্থ, সাহিত্যতত্ত্ব, ভাষা, ব্যাকরণ, ছন্দ প্রভৃতি বিষয়ে রবীন্দ্রনাথ প্রচুর লিখেছেন। প্রাচীন সাহিত্য, সাহিত্য’, ‘আধুনিক সাহিত্য’, ‘লােকসাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, বাংলা ভাষা পরিচয়’, ‘বাংলা শব্দতত্ত্ব’, ‘ছন্দ’ প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ভাষা ও সাহিত্য-বিষয়ক ভাবনার পরিচয় ছড়িয়ে আছে।

