দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের সমস্ত SAQ
প্রশ্নের মান - ১1. কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়?
উঃ- সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়।
2. ১৮৫৭ খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী ?
উঃ- মহাবিদ্রোহ।
3. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে?
উঃ- মঙ্গল পান্ডে ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন।
4. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ?
উঃ- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ হলেন মঙ্গল পান্ডে।
5. মঙ্গলপান্ডের ফাঁসি হয় কবে?
উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে ৮ এপ্রিল, মঙ্গলপান্ডের ফাঁসি হয়।
6. মহাবিদ্রোহে যােগদানকারী একজন নেত্রীর নাম করাে।
উঃ- মহাবিদ্রোহে যােগদানকারী একজন নেত্রীর নাম হল ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
7. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী?
উঃ- এনফিল্ড রাইফেলের ঘটনা।
8. সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ' বলে ঘােষণা করেন কে ?
উঃ- ব্রিটিশ সাংসদ ডিজরেলী সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘােষণা করেন।
9. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন?
উঃ- মহারানি ভিক্টোরিয়া।
10. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উঃ- দ্বিতীয় বাহাদুর শাহ।
11. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়ােলাট কে ছিলেন?
উঃ- সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়ােলাট ছিলেন লর্ড ক্যানিং।
12. ভারতের মেকিয়াভেলি বলা হত কাকে?
উঃ-নানাসাহেবকে ভারতের 'মেকিয়াভেলি' বলা হত।
13. নানাসাহেবের প্রকৃত নাম কী ?
উঃ- নানা সাহেবের প্রকৃত নাম ধন্দুপথ গােবিন্দ।
14. কুনওয়ার সিং কে ছিলেন?
উঃ-কুনওয়ার সিং ছিলেন আরার জমিদার
15. বালাকোট যুদ্ধ কবে হয়?
উঃ- ১৮৩১ খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধ হয়।
16. 'এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক কে?
উঃ- এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক হলেন—ড. সুরেন্দ্রনাথ সেন।
17. 'আওয়াধ ইন ১৮৫৭-৫৮' গ্রন্থের লেখক কে ?
উঃ- আওয়াধ ইন ১৮৫৭-৫৮ গ্রন্থের লেখক হলেন-ড. রুদ্রাংশু মুখার্জি।
18. ডিসকভারি অব ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?
উঃ- জওহরলাল নেহরু।
19. কোন্ বছর ভারতে 'বাের্ড অব কন্ট্রোল’-এর অবসান হয়?
উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতে 'বাের্ড অব কন্ট্রোল'-এর অবসান হয়।
20. মহারানী ভিক্টোরিয়ার ঘােষণাপত্র' কবে ঘােষিত হয় ?
উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানি ভিক্টোরিয়ার ঘােষণাপত্র' ঘােষিত হয়।
21. মহারানী ভিক্টোরিয়ার ঘােষণাপত্র'কে পাঠ করে শােনান?
উঃ- লর্ড ক্যানিং মহারানি ভিক্টোরিয়ার ঘােষণাপত্র পাঠ করে শোনান।
22. মহারানি ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী' বলে ঘােষণা করা হয় ?
উঃ-১৮৭৭ খ্রিস্টাব্দে মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী বলে ঘােষণা করা হয়।
23. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন।
উঃ- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
24. 'ভাইসরয়' কথার অর্থ কী?
উঃ- 'ভাইসরয়' কথার অর্থ হল রাজ প্রতিনিধি।
25. ভারতে প্রথম কবে কাউন্সিল অ্যাক্ট ঘোষিত হয়?
উঃ- ১৮৬১ খ্রিস্টাব্দেভারতে প্রথম কাউন্সিল অ্যাক্ট ঘােষিত হয়।

26.ভারত সচিবের দপ্তর কোথায় ছিল?
উঃ- 'ভারত সচিবের দপ্তর ছিল লন্ডনে।
27. লন্ডনে ভারত-সচিবেরদপ্তর কী নামে পরিচিত ছিল?
উঃ- ইন্ডিয়া হাউস নামে পরিচিত ছিল।
28. প্রথম ভারত-সচিব কে ছিলেন ?
উঃ- ৮ লর্ড স্ট্যানলে ছিলেন প্রথম ভারত-সচিব।
29. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ' বলেছেন?
উঃ- ড. অনিল শীল উনিশ শতকে ভারতের সভাসমিতির যুগ' বলেছেন।
30. বরিশালের মুকুটহীন কাকে বলা হত?
উঃ- অশ্বিনীকুমার দত্ত কে হত ।
31. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয়?
উঃ- ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভাস্থাপিত হয়।
32. 'জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ১৮৩৮ খ্রিস্টাব্দে 'জমিদার সভা' প্রতিষ্ঠিত হয়।
33. 'জমিদার সভার একজন উদ্যোক্তার নাম কী ?
উঃ- দ্বারকানাথ ঠাকুর/রাধাকান্ত দেব।
34. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।
35. কত খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়?
উঃ- ১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা' স্থাপিত হয়।
36. 'ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ- ভারতসভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
37. 'রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত হন।
38. "বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা' বলা হত।
39. কত খ্রিস্টাব্দে 'হিন্দুমেলা' প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৮৭০ খ্রিস্টাব্দে 'হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়।
40. ন্যাশনাল নবগোপাল কাকে বলা হত?
উঃ- 'ন্যাশনাল নবগোপাল' বলা হত নবগােপাল মিত্রকে।
41. 'হিন্দুমেলা'র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- হিন্দুমেলা'র প্রতিষ্ঠাতা হলেন নবগােপাল মিত্র রাজনারায়ণ বসু।
42. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল?
উঃ- হিন্দুমেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা।
43. 'জাতীয় মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে জাতীয় মেলা প্রতিষ্ঠিত হয়।।
44. লোকহিতবাদী' উপাধিতে কে ভূষিত হন?
উঃ- গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী উপাধিতে ভূষিত হন।
45. "পুনা সার্বজনিক সভা'র প্রতিষ্ঠাতা কে?
উঃ- গােপালহরি দেশমুখ।
46. ফাইটিং মুন্সেফ' নামে কে পরিচিত ছিলেন ?
উঃ-প্যারিমােহন বন্দ্যোপাধ্যায় (এলাহাবাদের ডি.এম) ফাইটিং মুন্সেফ নামে পরিচিত ছিলেন।
47. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত?
উঃ- সারেন্ডার নট নামে ডাকত ।
48. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
49. জাতীয় কংগ্রেসের জনক' কাকে বলা হয়?
উঃ- অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয়।
50. কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস' কথা দুটি প্রথম প্রকাশিত হয় ?
উঃ- 'বেঙ্গলি' পত্রিকায় প্রকাশিত হয়।
51. যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ- যখন 'জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
52. কার উদ্যোগে 'বি.বি.আই-সমিতি গড়ে ওঠে?
উঃ-দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে বি.বি.আই-সমিতি' গড়ে ওঠে।
53. 'জাতীয় গৌরব সম্পাদিনী সভা'-র প্রতিষ্ঠাতা কে?
উঃ- 'জাতীয় গৌরব সম্পাদিনী সভা'র প্রতিষ্ঠাতা রাজনারায়ণ বসু।
54. সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয়েছিল?
উঃ- ১৮৮৩ খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
55. A Nation in Making গ্রন্থের লেখক কে?
উঃ- A Nation in Making গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উঃ- 'ভারত সচিবের দপ্তর ছিল লন্ডনে।
27. লন্ডনে ভারত-সচিবেরদপ্তর কী নামে পরিচিত ছিল?
উঃ- ইন্ডিয়া হাউস নামে পরিচিত ছিল।
28. প্রথম ভারত-সচিব কে ছিলেন ?
উঃ- ৮ লর্ড স্ট্যানলে ছিলেন প্রথম ভারত-সচিব।
29. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ' বলেছেন?
উঃ- ড. অনিল শীল উনিশ শতকে ভারতের সভাসমিতির যুগ' বলেছেন।
30. বরিশালের মুকুটহীন কাকে বলা হত?
উঃ- অশ্বিনীকুমার দত্ত কে হত ।
31. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয়?
উঃ- ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভাস্থাপিত হয়।
32. 'জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ১৮৩৮ খ্রিস্টাব্দে 'জমিদার সভা' প্রতিষ্ঠিত হয়।
33. 'জমিদার সভার একজন উদ্যোক্তার নাম কী ?
উঃ- দ্বারকানাথ ঠাকুর/রাধাকান্ত দেব।
34. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।
35. কত খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়?
উঃ- ১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা' স্থাপিত হয়।
36. 'ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ- ভারতসভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
37. 'রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত হন।
38. "বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা' বলা হত।
39. কত খ্রিস্টাব্দে 'হিন্দুমেলা' প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৮৭০ খ্রিস্টাব্দে 'হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়।
40. ন্যাশনাল নবগোপাল কাকে বলা হত?
উঃ- 'ন্যাশনাল নবগোপাল' বলা হত নবগােপাল মিত্রকে।
41. 'হিন্দুমেলা'র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- হিন্দুমেলা'র প্রতিষ্ঠাতা হলেন নবগােপাল মিত্র রাজনারায়ণ বসু।
42. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল?
উঃ- হিন্দুমেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা।
43. 'জাতীয় মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে জাতীয় মেলা প্রতিষ্ঠিত হয়।।
44. লোকহিতবাদী' উপাধিতে কে ভূষিত হন?
উঃ- গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী উপাধিতে ভূষিত হন।
45. "পুনা সার্বজনিক সভা'র প্রতিষ্ঠাতা কে?
উঃ- গােপালহরি দেশমুখ।
46. ফাইটিং মুন্সেফ' নামে কে পরিচিত ছিলেন ?
উঃ-প্যারিমােহন বন্দ্যোপাধ্যায় (এলাহাবাদের ডি.এম) ফাইটিং মুন্সেফ নামে পরিচিত ছিলেন।
47. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত?
উঃ- সারেন্ডার নট নামে ডাকত ।
48. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
49. জাতীয় কংগ্রেসের জনক' কাকে বলা হয়?
উঃ- অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয়।
50. কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস' কথা দুটি প্রথম প্রকাশিত হয় ?
উঃ- 'বেঙ্গলি' পত্রিকায় প্রকাশিত হয়।
51. যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ- যখন 'জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
52. কার উদ্যোগে 'বি.বি.আই-সমিতি গড়ে ওঠে?
উঃ-দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে বি.বি.আই-সমিতি' গড়ে ওঠে।
53. 'জাতীয় গৌরব সম্পাদিনী সভা'-র প্রতিষ্ঠাতা কে?
উঃ- 'জাতীয় গৌরব সম্পাদিনী সভা'র প্রতিষ্ঠাতা রাজনারায়ণ বসু।
54. সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয়েছিল?
উঃ- ১৮৮৩ খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
55. A Nation in Making গ্রন্থের লেখক কে?
উঃ- A Nation in Making গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
