মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর অনুশীলন পত্র
MCQ
1. যে প্রক্রিয়ার কার্যে ভূপৃষ্ঠের সমতলীকরন দেখা যায় তা হল -
ক) নগ্নীভবন
খ) পর্যায়ন
গ) আরোহন
ঘ) অবরোহন
উত্তর - পর্যায়ন
2. ডিমের ঝুড়ি বলা হয় যে ভূমিরূপকে -
ক) ড্রামলিন
খ) এস্কার
গ) গ্রাবরেখা
ঘ) ক্রেভাস
উত্তর - ড্রামলিন
3. উচ্চতা বৃদ্ধির সঙ্গে প্রতি কিমিতে উষ্ণতা হ্রাসের হার হল -
ক) 3.4°C
খ) 6.4°C
গ) 5.4°C
ঘ) 6.8°C
উত্তর - 6.4°C
4. সূর্যকিরণের যে অংশ পৃথিবী কে উত্তপ্ত করতে কাজে লাগে না তাকে বলা হয় -
ক) ইন্সুলেশন
খ) বৈপরীত্য উত্তাপ
গ) অ্যালবেডো
ঘ) তাপীয় বাজেট
উত্তর - অ্যালবেডো
5. উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলন দেখা যায় -
ক) পেরু উপকূলে
খ) অস্ট্রেলিয়া উপকূলে
গ) ব্রাজিল উপকূলে
ঘ) নিউফাউন্ডল্যান্ড উপকূলে
উত্তর - নিউফাউন্ডল্যান্ড উপকূলে
6. প্রতিযোগ অবস্থানে সূর্য চন্দ্র পৃথিবীর যে অবস্থান দেখা যায় -
ক) পৃথিবী সূর্য ও চন্দ্র
খ) পৃথিবী ও সূর্যের সমকোণে চন্দ্র
গ) চন্দ্র পৃথিবী ও সূর্য
ঘ) পৃথিবী চন্দ্র ও সূর্য
উত্তর - চন্দ্র পৃথিবী ও সূর্য
7. তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল হলো -
ক) শিল্প কারখানা
খ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
গ) জলবিদ্যুৎ কেন্দ্র
ঘ) তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর - পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
8. পাখির পায়ের মতো আকৃতি ব-দ্বীপ গঠিত হয়েছে-
ক) নীলনদের মোহনায়
খ) হোয়াংহো র মোহনায়
গ) সিন্ধু নদের মোহনায়
ঘ) মিসিসিপি মৌসুরির মোহনায়
উত্তর - মিসিসিপি মৌসুরির মোহনায়
9. উচ্চ গঙ্গার সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় -
ক) খাদার
খ) ভাঙ্গার
গ) তরাই
ঘ) ভাবর
উত্তর - খাদার
10. শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে-
ক) নর্মদা নদী
খ) মহানদী
গ) কাবেরী নদী
ঘ) কৃষ্ণা নদী
উত্তর - কাবেরী নদী
নিম্নলিখিত বাক্য গুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ
1. সিফ বালিয়াড়ি হল তির্যক বালিয়াড়ির উদাহরণ।
উত্তর - অ
2. শিশির ও কুয়াশা হল একধরনের অধঃক্ষেপণ।
উত্তর - অ
3. বায়ুর চাপ ফটিন ব্যারােমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
উত্তর - শু
4. নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
উত্তর - অ
5. পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে “ধানের ভাণ্ডার” বলে।
উত্তর - শু
6.পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব’ আখ্যা দেওয়া হয়।
উত্তর - শু
7. উপগ্রহ চিত্রে ছদ্ম রঙ ব্যবহার করা হয়।
উত্তর - শু
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে
1. নদীবাহিত প্রস্তর খণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে___________ বলে
উত্তর - ঘর্ষণ ক্ষয়
2. __________ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল ।
উত্তর - উচ্চ গঙ্গা খাল
3. যে প্রক্রিয়ায় কঠিন বজ্র দ্বারা নিচু জমি ভরাট করা হয় তাকে ______________ বলে ।
উত্তর - ভরাট করন
4. বার্খান বায়ুপ্রবাহের সাথে ___________ভাবে অবস্থান করে ।
উত্তর - আড়াআড়িভাবে
5. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে_________ মৃত্তিকা দেখা যায় ।
উত্তর - ল্যাটেরাইট
6. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর__________ শহরে অবস্থিত ।
উত্তর - দিল্লি শহরে অবস্থিত
7. সোনালী পানীয় বলা হয় ____________ কে।
উত্তর - চা ।
একটি বা দুটি শব্দে উত্তর দাও
1.পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী ?
উত্তর - জেকবস ভ্যান
2.সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
উত্তর - 100%
3.মৌসুমি বায়ু কোন মহাসাগরে প্রবাহিত হয় ?
উত্তর - ভারত মহাসাগরে
4.চাঁদ ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্বকে কী বলে?
উত্তর - পেরিজি
5.ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম সড়কপথ কোনটি?
উত্তর - NH-2
6.কৃষ্ণ মৃত্তিকার রং কালাে হয় কোন অক্সাইডের জন্য ?
উত্তর - টাইটানিয়াম
7. S.M.S এর পুরো নাম কী ?
উত্তর - Short Messaging Service
8.মিলিয়ন শিটের R.F. কত ?
উত্তর - 1000000

