পঞ্চম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 February এর পার্ট 2 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক ।
পঞ্চম শ্রেণীর বাংলা নতুন 2022 February এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১. 'বুনো হাঁস' গল্পের ঘটনাস্থল -
(ক) চিন
(খ) ভারতের লাডাক
(গ) সাইবেরিয়া
(ঘ) আলাস্কা
উত্তর - ভারতের লাডাক
১.২. বাড়ির জন্য মন কেমন করত-
(ক) বুনো হাঁসদের
(খ) জোয়ানদের
(গ) ডাককর্মীদের
(ঘ) সাংবাদিকদের
উত্তর - জোয়ানদের
১.৩. বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না -
(ক) টিনের মাছ
(খ) মাংস
(গ) তরকারি
(ঘ) ফলের কুচি
উত্তর - মাংস
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১. ‘এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো’— কী দেখা যাবে?
উত্তর - এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে দলে দলে বুনোহাঁস তিরের ফলার আকারে উত্তরের দিকে উড়ে চলেছে।
২.২. বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কী করল?
উত্তর - বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা আহত বুনোহাঁসটিকে তাঁবুর মধ্যে নিয়ে এসেছিল।
২.৩. একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল?
উত্তর - একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা দেখল বুনোহাঁস দুটি উড়ে চলে গেছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১. ‘একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল।'—তারপর কী ঘটল?
উত্তর - বুনোহাঁসটি দল ছেড়ে নিচে ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগল। কিছুক্ষণ পর আরো একটি বুনোহাঁস নিচে নেমে প্রথমটির চারদিকে ঘুরপাক খেতে লাগল। সৈনিকরা বরফ পড়া শুরু হতে প্রথম বুনোহাঁস টিকে তাঁবুর মধ্যে নিয়ে আসে। দ্বিতীয় বুনোহাঁসটি প্রথমে তেড়ে এলেও পরে তাদের সাথে তাঁবুর মধ্যে এসেছিল।
৩.২. ‘... জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়াল।'—তাদের আনন্দের কাজটি কী?
উত্তর - জওয়ান বা সৈনিকরা নিজেদের পরিবার, আত্মীয়- স্বজনদের ছেড়ে সীমান্ত রক্ষা করে। তাদের বাড়ির জন্য বিষণ্নতা ও কষ্টসাধ্য পরিবেশে কার্যের মধ্যে আহত বুনোহাঁস ও তার সঙ্গে নেমে আসা আরেকটি বুনোহাঁসের দেখাশোনা করা, তাদের খেতে দেওয়া জওয়ানদের আনন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল।
৩.৩ একটি আহত হাসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি ‘বুনো হাঁস’ গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে?
উত্তর - আহত বুনোহাঁস টিকে অন্যদের থেকে রক্ষা করতে তার দলের আরেকটি বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে এসেছিল। দ্বিতীয় বুনোহাঁসটি কোনো চোট না পেলেও বন্ধুর জন্য সারাটা শীতকাল সে সৈনিকদের কাছেই থেকে যায়। আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের বন্ধুপ্রীতি, সাহায্যকারী মনোভাব অসাধারণ ভাবে গল্পে প্রকাশ পেয়েছে।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।'— শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল?
উত্তর - লীলা মজুমদারের লেখা 'বুনোহাঁস' গল্পটিতে ঘটনাস্থান হিসাবে লাদাকের পার্বত্য ভূমিকে পাঠকের সামনে হাজির করা হয়েছে। শীত কেটে যাওয়ায় উষ্ণতা বৃদ্ধির ফলে নিচের পাহাড়ের বরফ গলে গিয়েছিল। আবার প্রকৃতিতে সবুজ ঝোঁপঝাপ দেখা গেল, প্রচন্ড বরফের জন্য ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলিতে আবার পাতা ও ফুলের কুঁড়ি ধরল। পাখিরা এবার দক্ষিণ থেকে উত্তরে দলবেঁধে ফিরে আসতে আরম্ভ করল। শীতের শেষে প্রকৃতিতে এই এই পরিবর্তনগুলো লক্ষ করা যায়।

